এশিয়া

পাকিস্তানের কাশ্মীর ইস্যুতে বোমা ফাটালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তান অধিকৃত কাশ্মীর ইস্যুতে বোমা ফাটালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মানুষ ভারতের অংশ হতে চাইছে। আমরাও এ ব্যাপারে আশাবাদী যে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে।’

রোববার(২৪ মার্চ) ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির প্রোগ্রাম ‘আপ কি আদালতে’ অংশগ্রহণ করে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কাশ্মীর নিয়ে একটি মন্তব্য করেছেন। ওই মন্তব্যের সূত্র ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তারা কি কখনো কাশ্মীর নিতে পেরেছে? তাদের অধিকৃত কাশ্মীর নিয়ে চিন্তিত হওয়া উচিত।’

রাজনাথ সিং বলেন, ‘আমি দেড় বছর আগেই বলেছিলাম, ওই কাশ্মীরে আমাদের হামলা না করলেও চলবে। সেখানে পরিস্থিতি এখন এমন হয়েছে যে, মানুষ ভারতের অংশ হতে চাইছে।’

এ ব্যাপারে ভঅরতের কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক এই সভাপতি বলেন, ‘আমি আর কিছুই বলবো না। আমার বলা উচিতও না। আমরা কোনো দেশে হামলা করছি না। বিশ্বের কোনো দেশে হামলা করার বৈশিষ্ট্য ভারতের নেই। এমনকি অধিকৃত কোনো এলাকাতেও আমরা হামলা করি না।

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর কিন্তু আমাদের ছিল। এখনো আমাদের বলেই মনে করি। আমি আশা করছি পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হয়ে যাবে।’

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজনৈতিক কর্মী আমজাদ আইয়ুব মির্জা বলেছিলেন, পাকিস্তানের অধীনে এই এলাকার মানুষ হতাশ। তারা এখন ভারতের অংশ হতে চায়। পাকিস্তানের নির্বাচন নিয়ে তারা হতাশ। সামনে এমন নির্বাচন আরও আসবে। এতে তারা ভারতের অংশও হয়ে যেতে পারে। তাতেই মুক্তি মিলবে।’

চীন ভারতে‍ হামলা করবে কিনা, জানতে চাইলে রাজনাথ বলেন, ‘এমন ভুল না করার বোধটা স্রষ্টা তাদের দিক। ভারত কোনো দেশে হামলা করে না। তবে কোনো দেশ হামলা চালালে আমরা বসে থাকব না। তবে আসল সত্য হলো প্রতিবেশীদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন