মক্কায় ১১ বছর পর হারানো ছেলেকে খুঁজে পেলেন মা
১১ বছর আগে সিরিয়ার ভয়াবহ যুদ্ধে ৪ বছরের শিশু সন্তানকে হারিয়েছিলেন এক মা। অনেক খোঁজাখুঁজির পর সন্তানকে না পেয়ে মা অনেকটাই পাগল হয়ে গিয়েছিলেন।
অবশেষে ১১ বছর পর পবিত্র মক্কায় মা খোঁজ পেলেন তার হারিয়ে যাওয়া সন্তানের। মা-ছেলের মিলনের সেই দৃশ্য ছাড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। এতে নেটিজেনদের অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েছে।
ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে বলছে, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর কয়েক বছর পর সাফওয়ানের পরিবার ভয়াবহ বোমা হামলার শিকার হয়। নির্বিচার হামলায় ধ্বংস হয়ে যায় তাদের গোটা গ্রাম। নিহত হয় শতশত মানুষ। সে সময় থেকে কোথাও আর পাওয়া যায়নি ছোট্ট সাফওয়ান আনসারীকে।
হারিয়ে যাওয়ার পর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সাফওয়ানের মা খোঁজ করতে থাকে তার সন্তানের। অন্যদিকে যাদের কাছে সে বড় হচ্ছিল, সেই পরিবার তার ছবি ও তথ্য বেশকিছু সংস্থার ওয়েবসাইটে দিয়েছিলেন পরিবারটি। অবশেষে সংস্থাগুলো যখন মা-ছেলের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়, তখন উভয় পরিবারই মক্কায় ওমরাহ পালন করছিলেন। বিষয়টি তাদের জানানোর পর তাদের মাধ্যমে মা সন্তানের পুনর্মিলনের ব্যবস্থা করেন।