আর্কাইভ থেকে বাংলাদেশ

বন্যার অভিশাপ আসামকে যেন ছাড়ছেই না

বিরামহীন বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ভয়াবহ রুপ নিয়েছে আসামে। নগাঁও জেলায় বন্যা পরিস্থিতি এখনো অনুকূলে আসেনি। এতে প্রাণ হারিয়েছে আরও ৮ জন।এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৩৫ জনে। জানিয়েছে ওই জেলার প্রশাসক নিসর্গ হিভারে।

বুধবার (২৯ জুন)  ভারতীয় গণমাধ্যম  হিন্দুস্তান টাইমস থেকে এ তথ্য নিশ্চিত জানা যায়। 

গণমাধ্যমটির তথ্যমতে , সোমবার বন্যায় মারা গেছেন আরও ৮ জন।

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাছাড় জেলায় পাঁচজন এবং কামরুপ মেট্রো একজন, মরিগাঁও একজন এবং নগাঁও এ একজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন অনেকে। আসামে ২২ লাখেরও বেশি মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। তবে রাজ্যে সামান্য উন্নতি দেখা গেছে ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন