আবহাওয়া

৭ জেলায় বন্যার সতর্কতা : ভারী বর্ষণের আভাস

ছবি: সংগৃহীত ফাইল ছবি

দেশের সাত জেলার নিম্নাঞ্চলে বন্যার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার (০১ অক্টোবর) এক সতর্ক বার্তায় এ তথ্য জানায় সংস্থাটি। 

বন্যার আশঙ্কা করা জেলার মধ্যে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা রয়েছে। এছাড়া ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভন জানিয়েছেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। এটি ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ উড়িষ্যা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

গেল ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অভ্যন্তরে এবং ভারতের ত্রিপুরা ও আসাম প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। ১ অক্টোবর সকাল থেকে ৪ অক্টোবর সকাল পর্যন্ত আরও বিচ্ছিন্ন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বেড়েছে। আগামী তিন দিনে নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার ভোর ৬টা পর্যন্ত ঢাকায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যার মধ্যে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ভোর ৬টার মধ্যে ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

আবহাওয়াবিদরা আগামী চারদিন ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়ে জলাবদ্ধতা ও নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন