আর্কাইভ থেকে বাংলাদেশ

পানিপুরি খেতে পারবে না নেপালবাসী

নেপালের রাজধানী কাঠমান্ডুতে পানিপুরি বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। হঠাৎ করে চারপাশে কলেরার আক্রান্ত বেড়ে যাওয়ায় এই নিষিদ্ধ নিয়েছে কাঠমান্ডু উপত্যকার ললিতপুর মেট্রোপলিটন সিটি (এলএমসি) কর্তৃপক্ষ।

গেলো শনিবার (২৫ জুন) কলেরা রোগী বাড়ায় এলএমসি কর্তৃপক্ষ পানিপুরি বিক্রি-বিপণন নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি থেকে পাওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়,  শহরে পানিপুরিতে ব্যবহৃত পানিতে কলেরার ব্যাকটেরিয়া পাওয়া গেছে। আর তাই কলেরার সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের তথ্যমতে,  কাঠমান্ডু উপত্যকায় নতুন করে সাতজনের কলেরা শনাক্ত হয়েছে। এ নিয়ে কাঠমান্ডু উপত্যকায় কলেরা রোগীর সংখ্যা ১২তে দাড়িয়েছে।

কর্মকর্তারা ওই উপত্যকায় কলেরা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সবাইকে কলেরার উপসর্গের বিষয়ে সতর্ক থাকতে বলেছে। উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন