স্বাস্থ্য

সিজারে প্রসূতির মৃত্যু, ত্রিশ হাজারে ধামচাপার চেষ্টা

সিরাজগঞ্জে প্রসূতি নারীর সিজার করতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে এক  মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কর্তব্যরত চিকিৎসক এবং কর্তৃপক্ষের অবহেলায় বৃষ্টি অধিকারী নামের ওই প্রসূতি নারীকে বাঁচানো যায়নি বলে অভিযোগ করেছে তাঁর স্বজনেরা। বিষয়টি ধামাচাপা দিতে মৃত ওই  নারীকে দ্রুত সৎকার করতে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের অভিভাবকের কাছে ত্রিশ হাজার টাকা দেন।

গতকাল (২৫ মার্চ) সোমবার আনুমানিক ১১টার দিকে শহরের বেসরকারি ক্লিনিক সেবা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে বলে বায়ান্ন টিভিকে জানিয়েছেন  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সিরাজুল ইসলাম।

নিহতের ভাই প্রান্ত বাগচী বলেন, ২৫ মার্চ সিজার করার জন্য সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের পরিচালক মোহাম্মদ আলী দশ হাজার টাকা চুক্তিতে অপারেশন থিয়েটারে  নিয়ে যায়। অপারেশন শেষে এক ছেলে বাচ্চার জন্ম হয়। মধ্যে রাতে বোনের পেট ফুলে যাওয়া ও অতিরিক্ত রক্তক্ষরনের বিষয়টি মোহাম্মদ আলীকে অবগত করলে তিনি বিষয়টি এরিয়ে যান ।

পরে সকাল হলে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দশ হাজার টাকা ফেরত দেন ও দ্রুত হাসপাতাল ত্যাগ করতে বলেন।

তিনি আরও জানান,  হাসপাতাল কর্তৃপক্ষকে নানা প্রশ্ন করা হলে তাঁরা স্থানীয় ও থানা পুলিশের ভয়ভীতি দেখিয়ে  রোগীকে এ্যাম্বুলেন্স যোগে বগুড়ায় নিয়ে যেতে বাধ্য করে । এসময় প্রান্ত তাঁর বোনের শ্বাসনালীর দিকে খেয়াল করলে তিনি বুঝতে পারেন তাঁর বোন অনেক আগেই মারা গেছে।

এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন কি না জানতে চাইলে প্রান্ত বলেন, “আমরা গরীব মানুষ। ঝামেলায় যেতে চাই না। তবে হাসপাতালে ভালো মানুষকে নিয়ে এসে আর কারো যেন মৃত লাশ  নিয়ে বাড়ী ফিরে যেতে না হয়।  তবে পরিবারের সাথে আলোচনা করে পরে বলবেন বলে তিনি জানান।

ওসি সিরাজুল ইসলাম জানান,এ বিষয়ে কেউ এখনো অভিযোগ করেনি। তাঁরা ঘটনাটি শুনেছেন। এবিষয়ে তাঁরা তদন্ত করে ব্যবস্থা নিবেন।

এদিকে ঘটনার পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্তব্যরত চিকিৎসক গা ঢাকা দিয়েছে।  তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন