দেশজুড়ে

ঝোপ থেকে আসছিলো নবজাতকের কান্নার আওয়াজ

বরিশালের গৌরনদী উপজেলার একটি ঝোপের মধ্য থেকে একদিন বয়সী নবজাতক উদ্ধার করেছে স্থানীয়রা। কান্নার উৎস খুঁজতে গিয়ে ঝোপের মধ্যে কাঁথায় মোড়ানো এক নবজাতক কন্যাকে দেখতে পান স্থানীয় এক বাসিন্দা। পরে নবজাতককে উদ্ধার করে তারা গৌরনদী মডেল থানা-পুলিশকে খবর দেন।

মঙ্গলবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল সড়কের রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ গেট সংলগ্ন একটি ঝোপ থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।

বাটাজোরের বাসিন্দা আব্দুল হাকিম বলেন, রাতে স্থানীয় শয়ন সরদারসহ তিনি বাসায় ফেরার পথে বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ সংলগ্ন এলাকায় ঝোপ থেকে কান্না আওয়াজ শুনতে পান। এরপর কান্নার উৎস খুঁজতে গিয়ে ঝোপের মধ্যে কাঁথায় মোড়ানো ওই নবজাতক কন্যাকে দেখতে পান। পরে নবজাতককে উদ্ধার করে বাটাজোর বন্দরে নিয়ে এসে গৌরনদী মডেল থানা-পুলিশকে খবর দেন।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নবজাতক ওই শিশু কন্যাকে কে বা কারা ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই নবজাতককে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

চিকিৎসক ডা. তৌকির আহমেদ গণমাধ্যমকে বলেন, ওই কন্যা শিশুর শারীরিক অবস্থা ভালো ছিল না। তবে চিকিৎসায় এখন সুস্থ্য হয়েছে। পরে বুধবার বেলা ১১টার দিকে আগৈলঝাড়া ছোটমনি নিবাসে নবজাতককে হস্তান্তর করা হয়েছে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন