আর্কাইভ থেকে বাংলাদেশ

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আসছে ১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম  টিকিট বিক্রি শুরু হবে, যা চলবে ৫ জুলাই পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর রেলভবনে ট্রেনের টিকিট বিক্রির অ্যাপ ‘রেল সেবা’ উদ্বোধন শেষে  রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য নিশ্চিত করেন ।

এবারও ৫০ শতাংশ কাউন্টারে আর ৫০ শতাংশ টিকিট মিলবে অনলাইনে। অনলাইন টিকিটের অর্ধেক ওয়েবসাইটে এবং অর্ধেক অ্যাপে বিক্রি করা হ‌বে।

১ জুলাই ৫ জুলাইয়ের, ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে একই সঙ্গে কাউন্টারে ও অনলাইনে টিকিট বিক্রি হবে।

ট্রেনের ফিরতি টিকিট বিক্রি ৭ জুলাই শুরু হয়ে চলবে ১১ জুলাই পর্যন্ত। পর্যায়ক্রমে ৭ জুলাই ১১ জুলাইয়ের, ৮ জুলাই ১২ জুলাইয়ের, ৯ জুলাই ১৩ জুলাইয়ের এবং ১১ জুলাই ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন