মির্জা ফখরুলের শারীরিক অবস্থা উন্নতির দিকে
করোনায় আক্রান্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে । বললেন দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
আজ বৃহস্পতিবার (৩০ জুন) তিনি গণমাধ্যমকে বলেন,মহাসচিবের অবস্থা এখন কিছুটা ভালোর দিকে।কাশি ও পেটের যে সমস্যা ছিল, সেগুলো এখন আর নেই।তবে শারীরিকভাবে অনেকটা দুর্বল রয়েছেন তিনি।
শায়রুল কবির জানান, আসছে শুক্রবার (১ জুলাই)বিএনপির মহাসচিবের আবারও করোনাভাইরাসের পরীক্ষা করা হবে । তারপর জানা যাবে, তিনি করোনামুক্ত হয়েছেন কি না।
এর আগে, ২৫ জুন ফের করোনা আক্রান্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ওই দিন সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিবের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল।
এসআই/