আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত হয়েছে ১৮৯৭

নতুন করে গত ২৪ ঘণ্টায়  করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এবং রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯৭ জন। আজ শুক্রবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৩৮৯টি নমুনা। এরমধ্যে ১ হাজার ৮৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে পাঁচজনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৮ জন।

গত বৃহস্পতিবার ৪ জনের মৃত্যু এবং ২ হাজার ১৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৩১ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই ঢাকা বিভাগের। তাদের তিনজন পুরুষ ও দুজন নারী। 

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৭৫ হাজার ৬৮২ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৫৪ জনের। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৭৫৭ জন।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন