আর্কাইভ থেকে বাংলাদেশ

একই ম্যাচের আম্পায়ারিংয়ের দায়িত্বে স্বামী-স্ত্রী

নঈম আশরাফ ও জাসমিন নঈম দু’জনে স্বামী।  পেশায় দুজনই আম্পায়ার। আজ শনিবার (২ জুলাই) রেচেল হেহো ফ্লিন্ট ট্রফিতে লাইটনিং এবং ওয়েস্টার্ন স্টর্মের ম্যাচ খেলাবেন তাঁরা। গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনা করবেন এই আম্পায়ার দম্পতি।

ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দম্পতি ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করতে চলেছেন।

ইংল্যান্ডের লাফবরোতে খেলা নিয়ে যত না উৎসাহ তৈরি হয়েছে। তার থেকে অনেক বেশি আগ্রহ আম্পায়ারিং নিয়ে। দু’সপ্তাহ আগে ছিল তাঁদের ২৩তম বিবাহবার্ষিকী। তার ঠিক পরেই জাসমিন টনটনে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মহিলা দলের টেস্ট ম্যাচে আম্পায়ারিং করেন।

এই বিষয়ে জাসমিন বলেন, ইতিহাস তৈরি করতে পেরে খুশি। ল্যাঙ্কাশায়ার ও গ্রেটার ম্যাঞ্চেস্টারে আমরা এক সঙ্গে অনেক ম্যাচ খেলিয়েছি। তখন কেউ বুঝতেই পারেননি আমরা বিবাহিত। এ বার বড় মঞ্চে সুযোগ পেয়ে আমরা দু’জনেই সম্মানিত।

জাসমিন আরও বলেন, নঈম পাকিস্তানের হয়ে খেলেছেন। আকস্মিক চোটে খেলা ছাড়তে বাধ্য হন। আম্পায়ারিং শুরু করেন। আমরা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। কিন্তু নঈম ক্রিকেট ছাড়তে চায়নি। ও যখন স্টেজ থ্রি কোর্সটা করছে দেখলাম হাতের ব্যথা তখনও যায়নি। হাত তুলতে পারছিল না। লিখতে কষ্ট হচ্ছিল ওর। আমি ঠিক করলাম ওর হয়ে নোট লিখে দেব। সেটা করতে গিয়ে দেখলাম আমি তো অনেক কিছুই জানি। যিনি আমাদের মাস্টারমশাই ছিলেন। তিনি আমাকেও আম্পায়ারিং শিখতে বললেন। শুরুতে না বলে দিয়েছিলাম। নঈম এক দিন বলল, আমারও আম্পায়ারিংয়ে আসা উচিত। মেয়েদের সামনে দৃষ্টান্ত তুলে ধরা উচিত। আমার স্বামীর জন্যই আজ আমি আম্পায়ার হতে পেরেছি।

এ সম্পর্কিত আরও পড়ুন