রাজধানী

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। শনিবার (০৬ ডিসেম্বর) ভোরে আগারগাঁও পাকা মার্কেট এলাকার ২০৪/এফ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধদের স্থানীয়রা উদ্ধার করে সকাল পৌনে ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। দগ্ধরা হলেন—মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা আক্তার (১৭) ও ইভা (৬)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আরফান মিয়া জানান, ভোরের দিকে বাসার গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে। পরে তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তাদের গ্রামের বাড়ি শেরপুরের নলিতাবাড়ী উপজেলার তালুকপাড়া গ্রামে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, “নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ অবস্থায় ভর্তি হয়েছেন। তাদের ড্রেসিং চলছে। এখনই বলা সম্ভব নয় কে কত শতাংশ দগ্ধ হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।”

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন