জাতীয়

এক ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

বিদ্যুৎ বিভ্রাটের কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে মেট্রোরেল চলাচল। রোববার (৩১ মার্চ) সকালে ঘণ্টাখানেক বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। তবে বৈদ্যুতিক সমস্যা কাটিয়ে উঠার সকাল পৌনে ৯টার দিকে মেট্রো চলাচল ফের শুরু হয়।

জানা গেছে, সকালে ঝড়ো বাতাসের সময় একটি ফয়েল পেপার উড়ে এসে বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের মধ্যবর্তী কোনো এক জায়গায় ওভারহেড ক্যাটেনারিতে পরে। এটি সরাতে মাত্র ৫ মিনিট সময় লেগেছে। কিন্তু মেইনটেনেন্স টিম ওই সময় না থাকায় এক ঘণ্টার মতো সময় অতিবাহিত হয়েছে।

ফলে সপ্তাহের প্রথম কার্যদিবসে যাত্রীদের স্টেশনে এসে অপেক্ষা করতে হয়েছে। অনেকে আবার ভিন্ন উপায়ে গন্তব্যে গিয়েছেন।

মেট্রোরেল প্রতিদিন উত্তরা উত্তর প্রান্ত থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম মতিঝিলের উদ্দেশে ছেড়ে আসে। অন্যদিকে মতিঝিল প্রান্ত থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে।

এদিকে, গত ২৭ মার্চ থেকে মেট্রো চলাচলের সময় এক ঘণ্টা বাড়িয়েছে কর্তৃপক্ষ। আগে যেখানে মতিঝিল প্রান্ত থেকে সর্বশেষ ট্রেনটি ৮টা ৪০ মিনিটে ছেড়ে যেত সেখানে ওই দিন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ছে রাত ৯টা ৪০ মিনিটে।

এ সম্পর্কিত আরও পড়ুন