অস্ত্রোপচার টেবিলে শ্রীলেখা মিত্র!
হাতে ক্যানোলা করা। হাসপাতালের পোশাকে বিছানায় শুয়ে তিনি। অস্ত্রোপচারের ছবিও শেয়ার করেছেন নিজের ফেসবুক ওয়ালে। এটা কোনো ছবির দৃশ্য নয়, সত্যিই দুর্ঘটনায় আহত হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
মৃদু স্বরে কোনও রকমে কথা বলতে পারছেন। আকস্মিক দুর্ঘটনায় আহত তিনি। এত কিছুর মধ্যেও চিকিৎসকদের ‘ডক্টরস ডে’র শুভেচ্ছা জানাতে ভুলেননি অভিনেত্রী শ্রীলেখা।
নিজের ফেসবুক ওয়ালে অস্ত্রোপচারের ছবিও শেয়ার করেছেন তিনি। ছবি অনুযায়ী, সম্ভবত বাঁ চোখের উপরে আঘাত পেয়েছেন। অস্ত্রোপচারের পরে তার বাঁ চোখ ঢাকা পরেছে বড় ব্যান্ডেজে।
অনুরাগীদের জানিয়েছেন, ছোট্ট একটি দুর্ঘটনা ঘটেছে আর তাই ছোট্ট অস্ত্রোপচারের প্রয়োজন। আশা করছেন চিকিৎসকেরা যত্নে দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি।
শ্রীলেখার দ্রুত আরোগ্য কামনা করে পোস্টে অসংখ্য কমেন্ট করেছেন তার অনুরাগীরা। অভিনেত্রী পথে দুর্ঘটনার শিকার? নাকি নিজের বাড়িতেই কিছু ঘটে গিয়েছে? সে বিষয়ে জানা যায়নি এখনও।
অনন্যা চৈতী