সিনেমায় বাবা চঞ্চলের সঙ্গে জুটি বেঁধেছেন ছেলে শুদ্ধ
এই ঈদে মুক্তি পাচ্ছে বাংলাদেশি পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ছবি ‘মনোগামী’ (‘দ্য লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী’)। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এইখানেই শেষ নয় এই ছবির মাধ্যমেই সিনেমা জগতে অভিষেক হতে চলেছে চঞ্চলের পুত্র শুদ্ধের।
ছেলে শুদ্ধের এই যাত্রায় উচ্ছ্বসিত চঞ্চল। অভিনেতা সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘শুদ্ধ শুধু আমার সন্তান নয়, আমার অন্য রকম একটা অনুভূতির নাম। অনেক ছোটবেলা থেকেই ওকে সঙ্গে নিয়ে গান গাইতাম। বড় সঙ্গীতশিল্পী হবে, এই আশায় নয়, গানটা ভালোবাসুক, এই আশায়।’’
চঞ্চল আরও লেখেন, ‘‘সে এখন প্রচুর গান শোনে, গান ভালোবাসে। অভিনয়েও তার অনেক আগ্রহ।’’ সম্প্রতি এই ছবির সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের সংবাদমাধ্যমকে শুদ্ধ বলে, ‘‘বাবার সঙ্গে বহু বার শুটিংয়ে গেলেও এ বারের অনুভূতি একেবারেই অন্য রকম। বাবার সঙ্গে অভিনয় করতে গিয়ে খুব চাপে ছিলাম।’’ এরই সঙ্গে শুদ্ধ বলে, ‘‘সবাই বাবার সূত্রেই আমাকে চেনেন। ‘মনোগামী’ আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’’
এই সিনেমায় শুদ্ধ অভিনয় করেছে চঞ্চলের ছেলের চরিত্রেই। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন আমিনো হোসেন এবং নবাগতা অভিনেত্রী তথা সঙ্গীতশিল্পী জেফার রহমান।