ছাত্রলীগ চাপ দিলে পালাতে পারবেন না : শয়ন
হিজবুত তাহরির বুয়েট শিক্ষার্থীদের মেইলে তাদের কার্যক্রমে অংশ নিতে বলে। অন্যদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নেতাকর্মীরা প্রোগ্রামে অংশ নেওয়ায় কোনো তদন্ত ছাড়াই সিট বাতিল করেন। আমরা প্রশাসনের কাছে জানতে চাই, আপনাদের কী চাপ দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত নেওয়ায়? ছাত্রলীগের নেতাকর্মীরা যদি আপনাদের চাপ দেয় আপনারা পালানোর জায়গা পাবেন না, আপনারা নড়তে পারবেন না। বললেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন।
রোববার (৩১ মার্চ) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে এবং বুয়েট গৃহীত অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থি শিক্ষা বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক সমাবেশে একথা বলেন।
শয়ন বলেন, আপনাদের ক্যাম্পাস কী বাংলাদেশের বাইরে? তাহলে কেন সেখানে শোকসভা করা যাবে না? কেন স্বাধীনতা দিবসের কোনো অনুষ্ঠানে কেউ অংশ নিতে পারবে না? অথচ দেশবিরোধী অপশক্তি আপনার ক্যাম্পাসে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বাংলাদেশের বুকে মৌলবাদের কোনো ঠাঁই হবে না।
সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন- ছাত্রলীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবিনা, কেন্দ্রীয় সহ সভাপতি বুয়েটের শিক্ষার্থী আবু সাঈদ, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক সজল কুন্ডু, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম, ঢাকা মহানগর উত্তর সভাপতি রিয়াজ মাহমুদ, ঢাবি সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ অনেকে।