ক্রিকেট

মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস

চট্টগ্রাম টেস্টের আজ তৃতীয় দিন।  আগের দিন শ্রীলঙ্কার দেয়া বড় রানের সামনে ৫৫ রান করে ১ উইকেট হারিয়ে দিন শেষ করে বাংলাদেশ।  আজ সোমবার সকাল থেকে গুমোট আবহাওয়া ছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পুরোনো বলে ব্যাটারদের জন্য কিছুটা চ্যালেঞ্জ ছিল, সন্দেহ নেই।  দিনের প্রথম সেশনে আরও ৩ উইকেট হারিয়ে, স্বাগতিকদের অবস্থান এখন ৪ উইকেট হারিয়ে ১১৪ রানে।

আজ দিনের প্রথম ঘণ্টা ভালোভাবেই কাটিয়ে দেন জাকির হাসান ও তাইজুল ইসলাম।  মনে হচ্ছিল ব্যাটিংয়ে বেশ ছন্দ খুঁজে পেয়েছিল দুইজন।  তবে মধ্যাহ্ন বিরতির ঠিক আগে আগে সব এলোমেলো হয়ে গেলো।  দলীয় ৯৬ রানে অর্ধশতক করা জাকির ফিরে যান বিশ্ব ফার্নান্দোর শিকার হয়ে।

দলের এক’শ হতে না হতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিরে যান মাত্র ১ রানে।  এরপর তাইজুলের উইকেটও তুলে নেন ফার্নান্দো।  গতকাল ক্রিজে আসা এই নাইটওয়াচম্যান ২২ রানে ফিরেছেন।  এমন ধসে বিরতির আগে বেশ বিপদে পড়ে বাংলাদেশ।

এখন ক্রিজে আছেন ৬ রানে সাকিব আল হাসান এবং ২ রানে মমিনুল হক।

এখন পর্যন্ত লঙ্কান বোলারদের মধ্যে বিশ্ব ফার্নান্দো ২ টি, লাহিরু কুমারা ও প্রবাথ জয়াসুরিয়া ১ টি করে উইকেট নিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন