মায়াঙ্ক যাদবকে নিয়ে স্মিথকে বার্তা দিলেন ব্রড
গতি দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনায় এসেছেন ভারতীয় তরুণ বোলার মায়াঙ্ক যাদব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের প্রথম ম্যাচে জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার। ম্যাচ সেরা পারফরম্যান্স করেছেন, তারচেয়েও বেশি উজ্জ্বল ছিলেন গতির ঝড় দিয়ে। ভারতীয় বোলারদের ইতিহাসে এমন আগুন-ঝড়া গতির উপস্থিতি-সম্পন্ন বোলার খুব বেশি এসেছে এমনটি নয়। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে সর্বশেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভার বল করে ৩ উইকেট নিয়ে ২৭ রান দিয়েছেন মায়াঙ্ক।
অভিষেক এত ভালো যাবে, আশা করেননি মায়াঙ্ক নিজেও। লক্ষ্ণৌ এর দেওয়া ২০০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে শুরুটা বেশ ভালোই করে পাঞ্জাব। শিখর ধাওয়ান ও জনি বেয়ারস্টো মিলে গুছিয়ে ফেলেছিলেন অনেকটা। যখন ১২তম ওভারের খেলা চলছে পাঞ্জাবের রান বিনা উইকেটে ১০২। দৃশ্যপটের এই অবস্থায় উদয় হন মায়াঙ্ক।
আইপিএল ক্যারিয়ারে নিজের প্রথম বল করেন ঘণ্টায় ১৪৭ কিলোমিটার গতিতে। প্রথম ওভারে দুইটি বাউন্ডারি হজম করলেও, দ্বিতীয় ওভারে আবারও গতি ও লেন্থ নিয়ে ফিরে আসেন। ক্রিজে থিতু হয়ে যাওয়া বেয়ারস্টোকে ফিরিয়ে দেন ৪২ রানে। তার সেই ডেলিভারিতে থাকা গতিতে সুবিধা করতে না পেরে টপ এজ হয়ে ফিরে যান এই ব্যাটার।
প্রবশিমরান সিং এর ব্যাটে আসা ছক্কাতেও পিছিয়ে যাননি যাদব। ৭ বলে ১৯ রান করে ফিরতে হয়ে এই ব্যাটারকে। মায়াঙ্কের ১৪৭ কিলোমিটার গতির বোলিংয়ে মিড-অনে আটকে যান প্রবশিমরান। এরপর জিতেশ শর্মাকেও ক্যাচে ফিরিয়েছেন এই তরুণ বোলার। তার স্পেলে বেশ ভালোভাবেই ম্যাচে ফিরে আসে লক্ষ্ণৌ। শেষ পর্যন্ত ম্যাচটিও জিতে নেয়।
মায়াঙ্ককে দেখে অনেকেই অভিভূত হয়েছেন। এত তরুণ বয়সে আইপিএলের প্রথম ম্যাচে যে পারফরম্যান্স তিনি করেছেন, তা অভিভূত হওয়ার মতোই। ইতোমধ্যে অনেক দেশি-বিদেশি ক্রিকেটারদের আলোচনায় আছেন মায়াঙ্ক। সাবেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের নজর কেড়েছেন। ব্রড বেশ আশ্চর্য হয়েছেন। তিনি স্টিভ স্মিথকে মায়াঙ্কের ব্যাপারে বার্তাও পাঠিয়েছেন।
ব্রড বলেন, “আপনার বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। তবে আমি ইতোমধ্যে স্টিভ স্মিথকে বার্তা পাঠিয়েছি। তুমি যদি এই ছেলেকে অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজে দেখো। অভ্যস্ত হয়ে নাও। “
উল্লেখ্য যে, আগামী নভেম্বরের ২৪ তারিখ থেকে জানুয়ারির ৭ তারিখ পর্যন্ত ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।