আন্তর্জাতিক

হামাস প্রধান হানিয়ার বোনকে আটকের দাবি ইসরায়েলের

সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার সন্দেহে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার এক বোনকে আটকের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতি জানিয়েছে যে, তারা শিন বেইটের সাথে যৌথ অভিযানে ৫৭ বছর বয়সী এক মহিলাকে গ্রেপ্তার করেছে। তিনি হামাসের একজন সিনিয়র সদস্যের আত্মীয়। এই অপারেশনকে আর্লি ডন নাম দেওয়া হয়েছে।

তবে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়নি। শুধু বলা হয়েছে যে, তিনি দক্ষিণাঞ্চলীয় তেল শেভা শহরের বাসিন্দা, সেখানে অভিযান চালানো হয়েছিল।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা সূত্র নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছে যে, নারীটি ইসমাইল হানিয়ার বোনদের একজন। চ্যানেল ১২ জানিয়েছে, পুলিশ পরে সন্দেহভাজন ব্যক্তিকে সাবাহ আবাদ আল-সালাম হানিয়া বলে শনাক্ত করেছে।

হানিয়ার বাড়িতে অভিযানের সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গুরুতর নিরাপত্তা অপরাধে জেবা হানিয়ার অংশগ্রহণের ইঙ্গিত দেয় এমন নথি, যোগাযোগমাধ্যম, ফোন ও অন্যান্য প্রমাণ পাওয়ার দাবি করেছে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন