শ্রীলঙ্কার অর্ধেক রানও করতে পারলো না বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টের আজ তৃতীয় দিন চলছে। আজ সোমবার সকাল থেকে গুমোট আবহাওয়া ছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেই আবহাওয়ার রেশ ধরে হয়তো বাংলাদেশের ব্যাটিংয়েও সেই প্রতিচ্ছবি দেখা গেল। প্রথম ইনিংসে ব্যাট হাতে মাত্র ১৭৮ রানে গুটিয়ে গেছে স্বাগতিক দল।
ব্যাটিং বিপর্যয়ের ছবি করুণ হয়ে ভেসে উঠল আবারও। আগের দিন ৫৫ রানে ১ উইকেট ছিল বাংলাদেশের। আজ নতুন দিনের প্রথম এক ঘণ্টা বেশ নির্বিঘ্নে কাটায় টাইগাররা। জাকির হাসান ও নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম রান তুলতে থাকেন চাপ না নিয়ে। সেই এক ঘণ্টা পার হয়ে যাওয়ার পর আবারও দিশেহারা অবস্থা চোখে পড়ে।
দলীয় ৯৬ রানে প্রথমে জাকির বিদায় দেন বিশ্ব ফার্নান্দোর শিকার হয়ে। দলীয় এক’শ রানে যেতে না যেতেই অধিনায়কের উইকেট হারায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ফেরেন ব্যক্তিগত ১ রানে। অন্যদিকে তাইজুল ফিরতেও আর সময় নিলেন না। ফার্নান্দোর ডেলিভারিতে সরাসরি বোল্ড হয়ে ফেরেন, ২২ রানে। বাংলাদেশ দল মধ্যাহ্ন বিরতিতে যায় ৪ উইকেট হারিয়ে ১১৫ রানে।
বিরতি শেষ করে এসে কিছুক্ষণ ব্যাট করার পর সাকিব আল হাসানের বিদায় নেওয়ার সময় হয়। আসিথা ফার্নান্দোর ডেলিভারিতে লেগ বিফোরের সিদ্ধান্তে রিভিউ নেন বাংলাদেশি অলরাউন্ডার। কিন্তু সেই রিভিউ কাজে লাগেনি। সাকিবকে ফিরতে হয় ১৫ রানে।
লিটন দাস ও শাহদাত হোসেন দিপুর ব্যাটেও আসে না রান। লিটন একটি বাউন্ডারি খেলেন কিন্তু সে পর্যন্তই সই। আসিথার ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে ৪ রানে ফেরেন এই ব্যাটার। থিতু হওয়ার চেষ্টা করতে থাকা দিপুও বেশিক্ষণ থাকতে পারেনি ক্রিজে। তিনি ৩৬ বল খেলে ৮ রানে বিদায় নেন।
মেহেদী হাসান মিরাজের ক্যাচ মিস করেছেন সাদিরা সামারাবিক্রমা। কিন্তু তাতেও বেশিক্ষণ ক্রিজে থাকা হয়ে ওঠেনি মিরাজের। প্রবাথ জয়াসুরিয়ার শিকার হয়ে ফিরেছেন ৭ রানে। সবশেষে খালেদের উইকেট হারিয়ে বাংলাদেশ গুটিয়ে যায় ১৭৮ রানে।
শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট।