আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বকাপে তাবুর শহরের এক রাতের খরচ প্রায় অর্ধ লক্ষ টাকা

আর কয়েক মাস পরেই বিশ্বকাপ দেখতে লাখো ফুটবল অনুরাগীর আনাগোনা শুরু হবে কাতারে। বিশ্বকাপ চলাকালে  আবাসন নিশ্চিত করাটাই এখন কাতারের জন্য বড় চ্যালেঞ্জ।

সেই চ্যালেঞ্জ সামাল দিতেই মরুভূমিতে বিশাল তাবুর শহর গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি । সকল সুযোগ-সুবিধা সমৃদ্ধ সেই তাবুর শহরগুলোতে এক রাত কাটাতে অতিথিদের খসাতে হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় অর্ধ লক্ষ টাকা।

আল খোরের মরুভূমিতে গড়ে উঠা তাবুগুলো হবে শীতাতপ নিয়ন্ত্রিত। প্রতিটি তাবুতে সংযুক্ত থাকছে ওয়াশরুম, থাকবে কফি এবং চা তৈরির ব্যবস্থা, ফ্রি-টু-এয়ার চ্যানেলের সংযোগ সহ টেলিভিশন, হেয়ার ড্রায়ার, ইস্ত্রি, ফ্রিজ, সেফটি ডিপোজিট বক্স এবং ওয়াইফাই সংযোগ।

আগামী নভেম্বরে কাতারে বসবে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। বিশ্বকাপের স্বর্ণখচিত ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন নিয়ে আট গ্রুপে বিভক্ত হয়ে লড়বে ৩২ দল।


সূত্র : ব্রিটিশ পত্রিকা মিরর 

এ সম্পর্কিত আরও পড়ুন