পারিবারিক কারণে দেশে ফিরলেন দীনেশ চান্ডিমাল
পারিবারিক কারণে চট্টগ্রাম টেস্ট শেষ না করেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন দীনেশ চান্ডিমাল। আজ (চতুর্থ দিন) সকালে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) থেকে পাওয়া এক বিবৃতিতে জানা যায়, চান্ডিমাল দেশে ফিরে যাচ্ছেন। পারিবারিক গোপনীয়তা রক্ষা করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে এই ব্যাটসম্যানকে পূর্ণ সমর্থন দেওয়ার আহবান জানানো হয়েছে।
চলমান টেস্টের প্রথম ইনিংসে দারুণ ব্যাট করেছেন চান্ডিমাল। খেলেছেন ৫৯ বলে ১০৪ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে অবশ্য এসেছে ৭ বলে ৯ রান। তবে এই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়া চট্টগ্রাম টেস্টের বাকি অংশ খেলতে হবে শ্রীলঙ্কাকে। এই ব্যাটারের বদলে একজন বদলি ফিল্ডার নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলছে এখন সফরকারী দল।
শ্রীলঙ্কা বোর্ড থেকে জানানো হয়, “এই খেলোয়াড় দ্রুত বাড়ি ফিরবে। শ্রীলঙ্কা ক্রিকেট, সতীর্থ, কোচিং স্টাফ- সবাই এই মুহুর্তে দীনেশ চান্ডিমালকে পূর্ণ সমর্থন দিচ্ছে। পাশাপাশি সবাইকে অনুরোধ করছে, তার সম্মান ও গোপনীয়তা রক্ষার জন্য।“
চতুর্থ দিন সকালে অ্যাঞ্জেলো ম্যাথুসের উইকেট হারিয়েছে কেবল শ্রীলঙ্কা। তার কিছু পর ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত নেয় তারা। ততক্ষণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে ৫০০ রান। শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে ৫১১ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে সফরকারী দল।