তিন দিনে দুই হ্যাটট্রিক রোনালদোর
ডি-বক্সের ঠিক বাইরেই ফ্রি-কিক নিতে প্রস্তুত ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল ঠেকাতে মানবদেয়ালের পেছনে একজন শুয়েও পড়েন। তবু আটকানো যায়ননি রোনালদোর কিক। মানবদেয়ালের নিচ দিয়ে শুয়ে পড়া ডিফেন্ডারের পাশ দিয়ে রোনালদোর দ্রুত গতির শট থামাতে পারেননি আবহার গোলরক্ষক।
এর ১০ মিনিট পর আবারও ফ্রি কিক নিতে যান রোনালদো। এবার যে শটটি নিলেন সেটি হয়তো পৃথিবীর কোন গোলরক্ষকের পক্ষে ঠেকানো সম্ভন নয়। আবহার গোলরক্ষকও কেবল বলের দিকে চেয়েই থাকলেন।
৪২ মিনিটে ডিবক্সের বাইরে থেকে ফের গোল করে হ্যাট্রিক পূরণ করেন রোনালদো। দারুণ চিপে আবহার গোলরক্ষের গ্লাভস ছুঁয়ে বল বাতাসে ভাসতে ভাসতে যায় জালে।
এই হ্যাট্রিকের মধ্য দিয়ে তিন দিনের ব্যবধানে দুটি হ্যাট্রিক করলেন তিনি। আগের ম্যাচেও আল তাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ তারকা।
ক্যারিয়ারে এ নিয়ে ৬৫ বার হ্যাটট্রিক করলেন রোনালদো। যার মধ্যে ৩৫ টি হ্যাট্রিক করলেন বয়স ত্রিশের কোটায় পৌঁছানোর পার। একটা কথা প্রচলিত আছে, ৩০ বছর বয়সের পর ফুটবলাররা আর নিজের ফর্ম ধরে রাখতে পারেননা। তবে রোনালদো সেটি ভুল প্রমাণ করেই চলেছেন ৩৯ বছর বয়সে এসেও।
সৌদি প্রো লিগে শীর্ষে থাকা আল হিলালের থেকে ১২ পয়েন্ট পিছিয়ে আল নাসর। হাতে বাকি আছে কেবল আট ম্যাচ। তবে দুই ম্যাচেই হ্যাট্রিক করে দলকে গোল বন্যায় ভাসিয়ে রোনালদো ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিলেন হাল ছাড়া যাবে না।