খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়ে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে সফরকারী অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ৭৮ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে আজ বেশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারে মুর্শিদা খাতুনের উইকেট হারায় তারা। মেগান শাটের ডেলিভারিতে সেই উইকেট হারানোর পর, চতুর্থ ওভারে ফিরে যান রিতু মনি। তখন দলীয় রান কেবল ১৭।

ফিরতে সময় নেননি স্বর্ণা আক্তার। পরের ওভারেই এলিস পেরির শিকার হয়ে ফিরেছেন এই ব্যাটার। শূন্য হাতে স্বর্ণা ফিরে যাওয়ার পর, ওপেনার দিলারা আক্তারও ফিরেছেন ১২ রান করে।

এভাবেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। কোনো ব্যাটার সেভাবে থিতু হয়ে উঠতে পারেনি। কেবল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যাট হাতে কিছুটা চেষ্টা করে গেলেন। শেষ উইকেট জুটিতে ফারিহা তৃষ্ণার সাথে ২৫ রানের জুটি গড়েন জ্যোতি।

শেষ পর্যন্ত ৩১ বলে ৩২ রানে জর্জিয়া ওয়ারহ্যামের ডেলিভারিতে ফিরে যান জ্যোতি। বাংলাদেশের ইনিংস শেষ হয় নির্ধারিত ২০ ওভারের আগেই, ৭৮ রানে।

অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে নাহিদা আক্তার সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেন।

এর আগে অস্ট্রেলিয়ার দুই ওপেনার হিলি ও বেথ মুনি ঝুঁকি ছাড়া ব্যাটিং শুরু করে। দলীয় ৩৯ রানে ঘটে প্রথম উইকেটের পতন ঘটে। মুনিকে ফিরতে হয় ১০ রানে। তিন নম্বরে নামে এলিস পেরি।  পেরির আগেই হিলি ফিরে যান ২৯ বলে ৪৫ রান করে। পেরির ব্যাটেও আসেনি রান।  এই ব্যাটারকে ফিরতে হয়েছে নাহিদা আক্তারের শিকার হয়ে, মাত্র ৮ রান করে।

ব্যাটাররা খুব বেশি থিতু হয়ে উঠতে পারছিলেন না। অ্যাশলে গার্ডনার ১৬ রান যোগ করে বিদায় নিলেন নাহিদার শিকার হয়ে। তবে তাহিলার ইনিংসের উপর এগিয়ে যেতে থাকে অস্ট্রেলিয়া। শেষ ওভার পর্যন্ত গ্রেস হ্যারিস তাহিলাকে সমর্থন দিতে থাকেন। হ্যারিস ফিরেছেন ১১ বলে ১৯ রান করে।

তাহিলা শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৯ বলে ৪৩ রানে।

বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার সর্বোচ্চ ৩ টি উইকেট সংগ্রহ করেছেন।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন