আইন-বিচার

দলীয় নির্দেশ অমান্য করে সভাপতির দায়িত্ব নিলেন খোকন

দলের নির্দেশ অমান্য করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব নিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব  ব্যারিস্টার  মাহবুব উদ্দিন খোকন।এ সময় সুপ্রিম কোর্ট বারের বিদায়ী সভাপতি মোমতাজ উদ্দিন ফকির তাকে ফুল দিয়ে বরণ করতে গেলে তিনি তা নিতে অস্বীকৃতি জানান।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এ দায়িত্ব নেন মাহবুব উদ্দিন খোকন।

মাহবুব উদ্দিন খোকন জানান, নির্বাচন নিয়ে সরকারি দলের সঙ্গে ম্যাচ ফিক্সিং করেছিলো দলের তিন আইনজীবী নেতা। ভোটের বাক্স সরানো ও মারামারির নেপথ্যে যুবলীগ চেয়ারম্যান নাহিদ সুলতানা যুথীর সঙ্গে নিজ দলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার কাজলেরও জড়িত থাকার ইঙ্গিত দেন তিনি।

জানা যায়, খোকন দায়িত্ব গ্রহণের সময় বিএনপির প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত কোন প্রার্থী উপস্থিত ছিলেন না। এছাড়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোনো পদধারী নেতাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। শুধু ব্যারিস্টার খোকনের অনুসারী বিএনপিপন্থি আইনজীবীরা উপস্থিত ছিলেন। এর আগে, আওয়ামী লীগের প্যানেল থেকে নির্বাচিত সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হকসহ ১০ জন দায়িত্ব গ্রহণ করেন।

গত ২৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে বিএনপির প্যানেল থেকে বিজয়ী সভাপতি ব্যারিস্টার খোকনসহ চারজনকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে চিঠি দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এ চিঠি দেন।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র কেন্দ্রীয় নেতা, উপদেষ্টামণ্ডলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি/সম্পাদকদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গত ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের পর গত ১০ মার্চ ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবিতে ন্যায়সংগত যৌক্তিক আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর প্রেক্ষিতে, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে জয়লাভ করা বিএনপি নেতাদের দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে বলা হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন