রাজধানীতে মুদি দোকানিকে গুলি করে টাকা ছিনতাই
রাজধানীর মিরপুরে এক মুদি ব্যবসায়ীকে গুলি করে আহত করেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে মিরপুর-১২ নম্বর পল্লবী থানার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ব্যবসায়ীর নাম মোহাম্মাদ হোসেন দীপু (৪৫)। জানা যায়, ধূমপানের জন্য বাসার বাইরে বের হলে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তার পকেট থেকে ১৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। গুলিটি দীপুর বাম পায়ের পাশ দিয়ে বের হয়ে গেছে।
দীপুর শ্যালক জানান, তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
এদিকে একই দিনে রাজধানীর খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। রেললাইনের পাশে তিন ছিনতাইকারী নির্মাণ শ্রমিক মো. লিটন (২৮)-এর বাম কাঁধে ছুরিকাঘাত করে তার কাছ থেকে ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। লিটনের সহকর্মীরা জানান, তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণকাজ শেষে ঢাকায় ফিরছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক জানান, আহত দুজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট থানাগুলোকে বিষয়টি জানানো হয়েছে।
এমএ//