দেশজুড়ে

বেতন-বোনাস দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ঈদকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো ঢাকার ধামরাইয়ে সোমভাগের ফুকুটিয়া এলাকার ওডিসি ক্রাফট প্রাইভেট লিমিটেড নামের একটি পোশাক কারখানায় বেতন ও বোনাসের দাবীতে সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে  বিক্ষোভ করেছেন শ্রমিকরা ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেন।

সিরাজুল ইসলাম শেখ জানান, বেতন ও বোনাসের দাবিতে কারখানা শ্রমিক ও কর্মচারীরা  সকাল সাড়ে ৮টার দিকে কারখানার সামনে সড়কে গাছের গুড়ি ফেলে  বিক্ষোভ করে।

ওসি জানান, এ সময়ে পুলিশ শ্রমিক ও মালিকপক্ষের সাথে কথা বলেন। পরে তাদের আশ্বাসে রাস্তা থেকে শ্রমিকরা কাজে ফিরেছে। আগামী ৮ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কতৃপক্ষ শ্রমিকের বেতন ভাতা পরিশোধ করবেন বলে পুলিশকে নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, বিক্ষোভের সময় ধামরাই- কালামপুর আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  এতে ভোগান্তিতে পড়তে হয়েছে পথচারীদের।

এ বিষয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, তাঁরা শ্রমিকদের সাথে কথা বলেছেন ৮ মার্চ শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন