ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২৩ ক্রিকেটারের ভিসা

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরটির জন্য ভিসার কার্যক্রম সেরেছেন ২৩ জন ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে দলের বাইরে থাকা আফিফ হোসেন, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, জাকির হাসানও আছেন সেই তালিকায়। আইপিএলের মাঝপথে ভিসার প্রক্রিয়া সারতে এসেছেন মোস্তাফিজুর রহমানও।

আগে থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আছে সাকিব আল হাসান, সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন ও নুরুল হাসানের। বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘ভিসা তো ২৭-৩০ জনের মতো করে রাখা হচ্ছে। এখান থেকে চূড়ান্ত ১৫ জানতে পারবেন পরে।’

নাজমুল হোসেন, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আলিস আল ইসলাম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, শামীম হোসেন, শরীফুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, হাসান মাহমুদ, লিটন দাস, তাওহিদ হৃদয়, খালেদ আহমেদ, জাকির হাসান। আগে থেকে ভিসা আছে -সাকিব আল হাসান, সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন