অপরাধ

বান্দরবানে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় ৬ মামলা

বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, পুলিশ ও আনসারের অস্ত্র লুট, থানায় হামলা ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ছয়টি মামলা করেছে পুলিশ। সব মামলায় এজাহারে থেকে পাঁচশত আসামি অজ্ঞাত লেখা রয়েছে। তবে এখনও লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার হয়নি। যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৫ এপ্রিল) মামলাগুলো রেকর্ড করা হয়। মামলার এজাহারে কুকি চীন সন্ত্রাসীদের কথা উল্লেখ থাকলেও কারও নাম নেয়া হয়নি।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নূর আলম মিনা গণমাধ্যমকে বলেন, দুই থানায় ব্যাংক লুট, অস্ত্র ছিনতাই, ডাকাতির ঘটনায় কয়েকশ অজ্ঞাত সন্ত্রাসীকে আসামি করে ৬টি মামলা দায়ের করা হয়েছে। রাতে থানচি থানায় আক্রমণের ঘটনায় আরও একটি মামলা করা হবে।

উল্লেখ্য, গেলো মঙ্গলবার ও বুধবার রুমা ও থানচিতে তিনটি ব্যাংকে ডাকাতি ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায় কুকি সন্ত্রাসীরা।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন