দেশজুড়ে

ট্রেনযাত্রায় স্বস্তি নিয়ে রাজধানী ছাড়ছে মানুষ

ঈদ উপলক্ষে ট্রেনযাত্রার তৃতীয় দিনেও  উৎসবমুখর পরিবেশে স্বস্তি নিয়েই যাত্রীদের ট্রেনে চড়ে গন্তব্যে যেতে দেখা গেছে। এদিকে যাত্রীদের নিরাপত্তায় মোতায়েন রয়েছে,আইন শৃঙ্খলাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

শুক্রবার (৫ এপ্রিল) দেশের প্রধান  রেলওয়ে স্টেশন কমলাপুর স্টেশনে এমন চিত্র মেলে গণমাধ্যমের কাছে।

সরিষাবাড়ীগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী মিতুল হাসান  বলেন, এখন পর্যন্ত ঈদযাত্রা অনেকটা স্বস্তির মনে হচ্ছে। এবার দুবারের চেষ্টাতেই খুব সহজে টিকিট পাওয়া  প্রথম চেকপোস্টের পর থেকে আমার আসন পর্যন্ত পৌঁছাতে কোনো ধরনের বেগ পোহাতে হয়নি। অথচ এমনও ঈদ গেছে যেখানে তাঁর কাছে টিকিট থাকা সত্ত্বেও তিনি তাঁর আসন পর্যন্ত পৌঁছাতে পারেনি  মানুষের ভিড়ের কারণে।

টাঙ্গাইলের ভূঞাপুরগামী আরেক যাত্রী মোস্তফা আল ফারুকী  বলেন, এখন পর্যন্ত কোনো ভিড় দেখছেন না। হয়তো ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বাড়তি নিরাপত্তা থাকায় অন্য লোকজন  উঠতে পারবে না। কিন্তু এর পরের স্টেশনগুলো থেকে কী হবে সেটি এখনো বলা যাচ্ছে না।

স্টেশনের অন্য যাত্রীরা জানান, এবারের ঈদযাত্রায় এখন পর্যন্ত কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।  ছুটির দিন সকালে সড়কেও তেমন যানজটে পড়তে হয়নি।  তবে এবার অনলাইনে ট্রেনের টিকিটও পাওয়া গেছে সহজেই।

রেলওয়ে কতৃপক্ষ জানায়, বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে গেছে। ট্রেন চলাচলের শিডিউলে ৫-১০ মিনিটের মতো সামান্য বিলম্ব থাকলেও বড় ধরনের কোনো বিলম্ব নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন