ক্রিকেট

নাটকীয় জয়ে পালমারের নতুন রেকর্ড

নির্ধারিত সময়ের খেলা শেষে যোগ করা সময়ের খেলাও শেষের দিকে। ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে ৩-২ গোলে।  তবে শেষ দুই মিনিটের মধ্যেই ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে কেড়ে নিলো চেলসি।

১০০ মিনিটে পেনাল্টি থেকে গোল করার পর ১০১ মিনিটে ফের গোল করে চেলসির নাটকীয় জয় এনে দেন কোল পালমার।

দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করা পালমার গড়েছেন প্রিমিয়ার লিগ ইতিহাসে নতুন রেকর্ডও।  ফুটবল পরিসংখ্যানবিষয়ক প্রতিষ্ঠান অপটার তথ্য অনুযায়ী, ম্যাচের ১০০ মিনিট ৩৯ সেকেন্ড সময়ে পালমারের দেওয়া গোলটি প্রিমিয়ার লিগ ইতিহাসে ম্যাচ জেতানো শেষ সময়ের গোল।

চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজের ম্যাচটিতে নাটকীয়তা ছিলো ম্যাচের শুরু থেকেই। ৪ মিনিটে কনর গ্যালাঘার এবং ১৯ মিনিটে পালমারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি।  তবে ৩৪ মিনিটে ময়েস কাইসেদোর ভুলে আলেহান্দ্রো গারনাচো ব্যবধান কমানোর পাঁচ মিনিট পর ইউনাইটেডকে সমতায় ফেরান ফার্নান্দেজ।

সমতায় থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে  চেলসি গ্যালারিকে স্তব্ধ করে দেন গারনাচো।  এই গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ হবার মুহূর্তে পালমারের জোড়া গোলে পালটে যায় ফলাফল।

ইউনাইটেডকে হারানোর পর লিগ পয়েন্ট তালিকায় চেলসির অবস্থান ১০ নম্বরে। চেলসির পয়েন্ট ১০ ম্যাচে ৪৩, আর ছয় নম্বরে থাকা ইউনাইটেডের ৩০ ম্যাচে ৪৮। পরের ম্যাচে জিতলে পয়েন্ট তালিকার সাতে উঠে আসতে পারবে পচেত্তিনোর দল, থাকবে ইউরোপা লিগ বা কনফারেন্স লিগের লড়াইয়েও।

 

এ সম্পর্কিত আরও পড়ুন