২০০ মিলিয়নে ভিনিকে পেতে চায় লিভারপুল, পিএসজি ও চেলসি
আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিবেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকা যোগ দিলে রিয়ালের লাইন আপে ভিনিসিয়াস-রদ্রিগো-বেলিংহামের ও এনড্রিকে এক সাথে খেলাতে পারবে না স্প্যানিশ ক্লাবটি।
তাই গুঞ্জন চলছে ভিনিসিয়াস-রদ্রিগো কিংবা এনড্রিকের যে কোন একজনকে বিক্রি করবে লস ব্লাঙ্কোসরা। ওই চিন্তা মাথায় ভিনিসিয়াস জুনিয়রকে দলে পেতে টোপ ফেলেছে পিএসজি, লিভারপুল ও চেলসির মতো জায়ান্ট ক্লাবগুলো। সংবাদ মাধ্যম এল ডিবেট বলছে এই কথা।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পেতে ২০০ মিলিয়ন পর্যন্ত খরচ করতে চায় ক্লাবগুলো। তারা মনে করছে, এমবাপ্পে রিয়াল যোগ দিলে ভিনির সাথে ড্রেসিংরুমে মনোমালিন্য দেখা দিতে পারে। যদিও রিয়াল বোর্ড নিশ্চিত যে, এমবাপ্পের সঙ্গে ভিনি বা রদ্রিগোর কোন সমস্যার সৃষ্টি হবে না।