রামপাল বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১২
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে হামলা ও ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত গুলিবিদ্ধ একজনসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১২ টায় তাপবিদ্যুৎ কেন্দ্রের আনসার ক্যাম্পের হাবিলদার শহীদুল ইসলাম বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে রামপাল থানায় মামলাটি করেন। মামলায় এজাহার নামীয় ১২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, মো. মানিক শেখ (৩৫), মো. ফজলু গাজী (৫৫), মো. সলাম শেখ (৩০), মো. মনি গাজী (৪০), মো. নূর নবী শেখ (১৯), মো. আসাদ মোল্লা (৩৩), মো. আব্দুল্লাহ (৩৩), মো. বায়জিদ (৩৭), মো. রুবেল শেখ (২৬), মো. মানজুর গাজী (২৮) ও মো. আছাবুর গাজী ( ২৯)। এক আসামি পুলিশ হেফাজতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাপ বিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম জানান, বুধবার (৩ এপ্রিল) গভীর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নং টাওয়ারের পাশে বিভিন্ন মালামাল ডাকাতির চেষ্টা করার সময় আনসার সদস্যরা বাধা দিলে তাদের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় আনসার সদস্যরা আত্মরক্ষার্থে ৩০ রাউন্ড গুলি করে। এই ঘটনায় আনসার সদস্যসহ পাঁচ জন আহত হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমেন দাস অনলাইনকে জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টার মামলায় শুক্রবার (৫ এপ্রিল) সকালে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। আসামিদেরকে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল আজাদ আসামিদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।