রাজনীতি

ব্যারিস্টার খোকনকে বহিস্কারের সিদ্ধান্ত পাঠানো হয়েছে লন্ডনে

দলের সিদ্ধান্ত উপেক্ষা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব নেয়ায় ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত করতে এরইমধ্যে লন্ডন অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতারা খোকনকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মাহবুব উদ্দিন খোকন সভাপতির দায়িত্ব নিলেও, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী  বারের সদস্য পদে দায়িত্ব নেননি অপর তিনজন বিএনপিপন্থি আইনজীবী।

এর আগে গত ২৭ মার্চ ব্যারিস্টার খোকন ছাড়াও মো. শফিকুল ইসলাম, মিসেস ফাতিমা আক্তার ও সৈয়দ ফজলে এলাহী অভিকে দায়িত্বভার না নিতে চিঠি দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। চিঠিতে সই করেন ফোরামের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

ওই চিঠির অনুলিপি দলটির মহাসচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিবের (দপ্তরের দায়িত্বে নিয়োজিত) কাছে পাঠানো হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন