আন্তর্জাতিক

জামার বোতাম খোলা ও অপরিষ্কার- মেট্রোরেলে উঠতে দিলো না কর্তৃপক্ষ

জামার বোতাম খোলা ও অপরিষ্কার থাকায় এক ব্যক্তিকে মেট্রোরেলে উঠতে দেয়নি কর্তৃপক্ষ। গেলো মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ডোডাকালাসান্দ্রা মেট্টোরেল স্টেশন থেকে ট্রেনে উঠার সময় ওই ব্যক্তির শার্টের বোতাম খোলা এবং শার্ট অপরিষ্কার পাওয়া যায়। এর ফলে বেঙ্গালুরু মেট্রোরেল কর্মকর্তারা তাকে ট্রেনে উঠতে বাধা দেয়। শার্টের বোতাম ঠিক করে এবং পরিষ্কার জামা পরে আসতে বলে।

ঘটনাটির সময় উপস্থিত মেট্রোরেলের অন্য যাত্রীরা বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং তাদের মধ্যে একজন এই ঘটনাটি বেঙ্গালুরুর সাংসদ তেজস্বী সূর্য ও মেট্রোরেল কর্তৃপক্ষকে ট্যাগ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন।

পরে এই ঘটনা নিয়ে মেট্রোরেলের এক কর্মকর্তা জানায়, ওই যাত্রী  মাতাল ছিলো এমনটা সন্দেহ করা হয়েছিলো । পরবর্তীতে তার সাথে কথা বলা হয়েছে। কোন নারী ও মেয়েকে বিরক্ত করা যাবে না এটা বোঝানোর পরে ওই ব্যক্তিকে ট্রেনে উঠতে দেয়া হয়। ওই কর্মকর্তা আরো বলেন,  ধনী না গরীব, নারী না পুরুষ এসব নিয়ে মেট্রোরেলে কোন ধরনের বৈষম্য  করা যাবে না।

এর আগে বেঙ্গালুরুতে এক কৃষক ছেঁড়া জামা পরে মেট্রোরেলে চড়তে গেলে বাধা দেয় এক নিরাপত্তা কর্মী। পরে ওই নিরাপত্তা কর্মীকে  বরখাস্ত করে বেঙ্গালুরু মেট্রোরেল কর্তৃপক্ষ।

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন