দেশজুড়ে

সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে নিহত ৫, আহত অনেকে

রাজাধানীর সদরঘাটে এমভি ফারহান নামে একটি লঞ্চের ধাক্কায় তাসরিফ নামে আরেকটি  লঞ্চের দড়ি ছিঁড়ে একই পরিবারের তিনজনসহ মারা গেছে ৫ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে । বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর এমভি ফারহান ও এমভি টিপুর যাত্রা বাতিল করেছে বিআইডব্লিউটিএ।

নিহতরা হলেন- পিরোজপুরের মোটবাড়িয়ার বিল্লাল হোসেন (২৫) তার স্ত্রী মুক্তা (২৬) ও তার শিশু মেয়ে সাইমা (৩), রবিউলের বাড়ি ঠাকুরগাঁও সদরের নিশ্চিতপুর (১৯) আর মো. রিপন হাওলাদারের (৩৮) বাড়ি পটুয়াখালী সদরে।

নৌপুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ভোলাগামী তাশরিফ-৪ লঞ্চের ধাক্কায় ৫ জন যাত্রী নিহত ও ৫ জন যাত্রী আহত হয়েছেন। লঞ্চটি ঘাটে বেঁধে রাখা ছিল, হঠাৎ রশি ছিঁড়ে যাত্রীদের ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন