আন্তর্জাতিক

ঈদের ছুটিতেও খোলা স্কুল, প্রাণ গেলো ৬ শিক্ষার্থীর

ঈদুল ফিতরের ছুটির দিনেও খোলা ছিলো স্কুল। আর সেই স্কুলের শিক্ষার্থীবাহী বাসটি দুর্ঘটনায় পড়ে প্রাণ হারায় ছয় শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভারতের হরিয়ানার মহেন্দ্রগড়ে। খবর হিন্দুস্তান টাইমস।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে মাতাল অবস্থায় বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক। দুর্ঘটনার সময় বাসের গতি ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটারের বেশি। এসময় মহাসড়কে একটা মোড় নিতে যান তিনি, তখনই ভারসাম্য হারিয়ে ফেলেন।

বাসটিতে প্রায় ৫০ জন শিক্ষার্থী ছিল। হরিয়ানা পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন যে ছয় বছর আগেই বাসটির ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। তারপরও বাসটি দিব্যি চলছিল।

মহেন্দ্রগড়ের পুলিশ সুপার জানিয়েছেন, বাসচালক মদ খেয়েছিলেন কিনা, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি বলেন, 'বাসের নথিপত্রও খতিয়ে দেখছি আমরা। স্কুল কর্তৃপক্ষের তরফে সঙ্গে এখনও যোগাযোগ করিনি।'

এ সম্পর্কিত আরও পড়ুন