আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বে বেড়েছে করোনায় মৃত্যু ও সংক্রমণ

বিশ্বে গেলো ২৪ ঘণ্টায় বেড়েছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬ হাজার ৭২৫ জন। সেই সাথে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৬২ জনের।

আজ মঙ্গলবার (১২ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে গেলো সোমবার (১১ জুলাই) সকালে ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছিলো,  ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১ হাজার ৭৯৩ জন। সে সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৫৫৫ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৮৬২ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৭৪ হাজার ৪৭১ জনের।

এদিকে, গেলো ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ১২২ জনের এবং শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৯৭০ জন। একই সময়ে ব্রাজিলে করোনায় আক্রান্ত ৪৪ হাজার ৪৩ জন এবং মৃত ১৫৫ জন। ফ্রান্সে করোনায় আক্রান্ত ২৪ হাজার ৩৪৩ জন এবং মৃত্যু হয়েছে ১০৮ জনের। গেলো ২৪ ঘণ্টায় ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৭৫৬ জন এবং মৃত্যু হয়েছে ১২৭ জনের। দক্ষিণ কোরিয়ায় করোনায় মৃত্যু হয়েছে ১৮ জনের ,আক্রান্ত  হয়েছে ১২ হাজার ৬৯৩ জন। রাশিয়ায় গেলো ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের, আক্রান্ত ৩ হাজার ৯৭ জন।

গেলো ২৪ ঘণ্টায় জাপানে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৯১৮ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। একই সময়ে অস্ট্রেলিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ১২৯ জন এবং ১২ জনের মৃত্যু হয়েছে। গেলো ২৪ ঘণ্টায় মেক্সিকোতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৪২ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন