গরুর জন্য ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪০
গরুর জন্য ঘাস কাটা নিয়ে বিরোধ। প্রথমে দু’জনের মধ্যে কথা কাটাকাটি। একপর্যায়ে থেমে যাওয়া। পরবর্তীতে ওই বিরোধ আবারও মাথাচাঁড়া দিয়ে ওঠে। তবে তা আর দু’জনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বিরোধ ছড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যে। ইটপাটকেলের বৃষ্টি শুরু করে দুপক্ষই। আর তাতেই আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন অন্তত ৪০ জন। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (১২ এপ্রিল) তুচ্ছ ব্যাপার নিয়ে দুই পক্ষের এই সংঘর্ষের ঘটনা ঘটে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বিষয়টি বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও আজমিরীগঞ্জ থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার ঈদের দিনে পশ্চিমভাগ গ্রামের ইছা মিয়া সরদার ও মিজান মিয়া সরদারের মধ্যে মধ্যে গরুর জন্য ঘাস কাটা নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার দুপুর ১২টার দিকে উভয়পক্ষের লোকজন হঠাৎ সংঘর্ষে লিপ্ত হয়। একপক্ষ অপরপক্ষের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ ঘটনায় অর্ধ শতাধিক লোক আহত হন। সংঘর্ষে আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ বায়ান্ন টিভিকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার ঈদের দিন। ওইদিন গরুর জন্য ঘাট কাটা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন পশ্চিমভাগ গ্রামের ইছা মিয়া সরদার ও মিজান মিয়া সরদার। ওইসময়ই মিটমিট হয়ে যায়। পরবর্তীতে শুক্রবার দুপরের দিকে ওই ঘটনার জের ধরে দুইপক্ষের লোকজন হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’