দেশজুড়ে

বাংলা নববর্ষ উদযাপন নিয়ে যে নির্দেশনা দিলো ঢাবি

রাত পোহালেই উদযাপিত হবে বাংলা নববর্ষ।  নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত পুরো দেশ। পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশ মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর চারুকলা থেকে বরাবর এর মত এবারও বের হবে এই শোভাযাত্রা। এসব আয়োজন নিয়ে আগত দর্শনার্থীদের বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাবি কতৃপক্ষ।

শনিবার (১৩ এপ্রিল) চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাবি উপাচার্য মাকসুদ কামাল।

মাকসুদ কামাল বলেন, পহেলা বৈশাখ সকাল ৯.১৫ টায় মঙ্গল শোভাযাত্রা ঢাবির চারকলা প্রাঙ্গন থেকে বের হবে । চারুকলা থেকে শুরু করে ঢাকা ক্লাব হয়ে শিশুপার্কের সামনে দিয়ে টিএসসি এসে শেষ হবে এই শোভাযাত্রা।

উপাচার্য বলেন, শোভাযাত্রায় ভুভুজেলা বাজানো সম্পূর্ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ সঙ্গে করে নিয়ে আসলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে। এছাড়া মাস্ক পড়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়া যাবে না। নিরাপত্তার খাতিরে পুরো ঢাবি এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে।

প্রসঙ্গত, বিকেল ৫ টার মধ্যে ক্যাম্পাসের সকল আয়োজন শেষ করবে ঢাবি কতৃপক্ষ। এরপর আগত দর্শনার্থীদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন ত্যাগ করার আহ্বান জানিয়েছেন ঢাবি উপাচার্য।

এ সম্পর্কিত আরও পড়ুন