আর্কাইভ থেকে বাংলাদেশ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ওয়ানডেতে সিরিজ নির্ধারণ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে গেলো ১০ জুলাই ওয়েস্ট উইন্ডিজকে ৫৫ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ।

গায়নার উইকেট-কন্ডিশন অনুযায়ী, টস গুরুত্বপূর্ণ। টস জিতলে ম্যাচ অর্ধেক পক্ষে এমন কথাও বলা হচ্ছে। প্রথম ম্যাচেও শুরুতে বোলিং করে জিতেছিলো বাংলাদেশ।

আজকের ম্যাচে দলে একটি পরিবর্তন  এনেছে টিম টাইগার। বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ । তার জায়গায় নেয়া হয়েছে স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে।

ওয়েস্ট ইন্ডিজ দলে এসেছে দুই পরিবর্তন। পেস আক্রমণ বদলে ফেলেছে দলটি। জেইডেন সিলস ও অ্যান্ডারসন ফিলিপসের জায়গায় দলটি আলজারি জোসেপ ও কেমো পলকে দলে নিয়েছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসাইন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মেয়ার্স, শেই হোপ, সামারাহ ব্রুক, ব্রেন্ডন কিং, নিকোলস পুরান, রোভম্যান পাওয়েল, কেমো পল, রোমারিও শেইফার্ড, আকিল হোসাইন, গুডাকেশ মতি, আলজারি জোসেপ।

এ সম্পর্কিত আরও পড়ুন