জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসছে। রোববার বিকেল ৪ টায় এ বৈঠক হওয়ার কথা।
নিরাপত্তা পরিষদে ইসরাইলের ওপর ইরানের হামলার নিন্দা জানিয়ে বৈঠকের আহ্বান জানান ইসরাইলের অ্যাম্বাসেডর গিলাদ এরডান। এ ছাড়া একই সঙ্গে তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণারও প্রস্তাব দিয়েছেন।
শনিবার রাতে প্রকাশিত জাতিসংঘের দাফতরিক সিডিউলে দেখা গেছে, নিরাপত্তা পরিষদে ইসরাইলের এ প্রস্তাব নিয়ে রোববার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।
রয়টার্স জানায়, জাতিসংঘে নিয়োজিত ইসরাইলের অ্যাম্বাসেডর শনিবার কাউন্সিলের প্রেসিডেন্টকে জরুরি বৈঠকের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন।