আন্তর্জাতিক

নজিরবিহীন ইরানি হামলায় ইসরায়েলের যেসব ক্ষতি হলো

ইসরায়েলজুড়ে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ ইরান। স্থানীয় সময় শনিবার রাতে ওই হামলা চালায় দেশটি। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইরান থেকে অন্তত ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) । সেই সঙ্গে ছিল ড্রোন। যদিও আইডিএফের দাবি, তারা ‘প্রায় সবগুলো’ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছেন।

পাশাপাশি ইরান ছাড়াও ইয়েমেন ও এ অঞ্চলের আশপাশের দেশ থেকেও ইসরায়েলে হামলা চালানো হয়। খবর-  জেরুজালেম পোস্ট। এতে বলা হয়েছে, লেবানন থেকেও অন্তত ৪০টি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জর্ডান এসব হামলা প্রতিহত করে।

এদিকে, হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, হামলায় দক্ষিণ ইসরায়েলের একটি আইডিএফ ঘাঁটির অবকাঠামোর ক্ষতি হয়েছে। তবে তা ‘খুব সামান্য’ বলেও দাবি করেছেন তিনি। এছাড়া সামরিক স্থাপনায় কী ধরনের ক্ষতি হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি ড্যানিয়েল। অন্যদিকে, হামলায় এক শিশু গুরুতর আহত হয়েছে বলে দাবি করেছেন সোরোকা মেডিকেল সেন্টারের ডেপুটি ডিরেক্টর ড. ড্যান শোয়ার্টজফক্স।

এ সম্পর্কিত আরও পড়ুন