বিনোদন

যার হাত ধরে মিডিয়ায় পা রাখেন জায়েদ খান

জায়েদ খান আলোচনায় থাকেন সবসময়।  এবারের ঈদে মুক্তি পেয়েছে জায়েদ অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি।  সিনেমাটি মুক্তির পর স্লোগানে স্লোগানে ভরে উঠেছে প্রেক্ষাগৃহ। নানাভাবে জায়েদ খান ট্রলের শিকার হলেও এবার বোঝা গেছে তার জনপ্রিয়তা কোন জায়গায়। লাইন ধরে সিনেমা হল থেকে বের হওয়া দর্শকেরা জায়েদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

তবে যার হাত ধরে মিডিয়া জগতে পা রেখেছিলেন জায়েদ খান। সে নামটি এতদিন অজানাই ছিল। প্রয়াত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর হাত ধরেই মিডিয়াতে পা রাখেন জায়েদ।

সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলাখুলি কথা বলেন প্রখ্যাত কন্ঠশিল্পী খালিদ হাসান মিলুর বড় সন্তান সঙ্গীত শিল্পী প্রতীক হাসান।

প্রতীক হাসান বলেন, জায়েদ খান তাঁর চাচাতো ভাই। আর একটি কথা না বললেই নয় তাঁর আব্বুর হাত ধরেই জায়েদ খান ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। সেসময় আব্বুর পিছু পিছু সবসময় থাকতেন। ব্যাগ নিয়ে নিয়ে ঘুরতেন।

প্রতীক হাসান আরও বলেন, ‘বাবাকে তিনি অনুকরণ করতেন। বাবা যেটা পরতেন তিনি সেটা ফলো করতেন নিখুঁতভাবে। ছেলে হয়েও তাঁরা হয়তো পারেন নি। কিন্তু চাচাকে অনুকরণ করে তার মতো ফ্যাশন করা জায়েদ, এখনও তেমনটা করেন। বুট জুতা পরা, হাইনেক পোশাক পরা, গলায় গোল্ডের মোটা চেইন পরা। এগুলো সবটাই উনি বাবার কাছেই শিখেছেন।’

এসব নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে প্রতীক বলেন, তাঁর বাবা একবার চেইনওয়ালা হাইনেক শার্ট পরেছিলেন। এটা জায়েদ খান কোনো ভাবেই মেলাতে পারছিলেন না, তখন হাত ঘড়ির চেইন কেটে আব্বুর মতো শার্টের ডিজাইন করে বানিয়েছিলেন। আর তাঁর বাবাকে দেখিয়ে বলেছিলেন, চাচা আপনার মতো হয়েছে না?

প্রসঙ্গত, সোনার চর সিনেমটিতে জায়েদ খানের পাশাপাশি অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন