আর্কাইভ থেকে বাংলাদেশ

সিঙ্গাপুরে পৌঁছেছেন গোতাবায়া, পাবেন না রাজনৈতিক আশ্রয়

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ থেকে একটি ফ্লাইটে সিঙ্গাপুরে পৌঁছেছেন। দেশটিতে তার শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর তিনি মালদ্বীপ হয়ে এখানে পালিয়ে আসেন।

সিঙ্গাপুর সরকার বলেছে- গোতাবায়া রাজাপাকসেকে একটি ব্যক্তিগত সফরে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। রাজাপাকসে থাকবেন নাকি অন্য গন্তব্যে যাবেন তা স্পষ্ট নয়।

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রেসিডেন্ট গোতাবায়া আশ্রয়ের জন্য অনুরোধ করেননি এবং তাকে কোনো আশ্রয় দেয়া হয়নি। সিঙ্গাপুর সাধারণত রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ মঞ্জুর করে না। তা নিশ্চিত করে তিনি অবতরণ করেছেন।

নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণ-আন্দোলনের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া মঙ্গলবার রাতে একটি সামরিক বিমানে মালদ্বীপে পালিয়ে যান।

কিন্তু গোতাবায়া মালদ্বীপে গেলে সে দেশে বসবাসরত শ্রীলঙ্কার বাসিন্দারা বিক্ষোভ দেখান। তাঁকে মালদ্বীপে আশ্রয় না দেওয়ার দাবি ওঠে।

শ্রীলঙ্কান নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, গোতাবায়া রাজাপক্ষে অল্প কিছু সময়ের জন্য সিঙ্গাপুর থাকবেন। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন