আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বকাপের আর্জেন্টিনার সব ম্যাচ দেশটির স্কুলে টিভিতে দেখানো হবে

এক বছর ধরে আর্জেন্টিনার সফলতা বেশ ভালো। এ বছর দলটি কোপা আমেরিকা ও ফাইনালিসিমা শিরোপা জিতেছে। এছাড়া সবমিলিয়ে তিন বছরের বেশি সময় ধরে টানা ৩৩ ম্যাচ ধরে অপরাজিত লিওনেল স্কালোনির শিষ্যরা। এ সফলতা ধরে রাখতে চায় মেসি বাহিনী। আসছে কাতার বিশ্বকাপেও আর্জেন্টিনার ওপর প্রত্যাশা অনেক বেশি।

তাই দেশটির সরকার ঘোষণা দিয়েছে কাতার বিশ্বকাপের আর্জেন্টিনার সব ম্যাচ দেশটির সব স্কুলে টিভিতে সরাসরি দেখার ব্যবস্থা করা হবে। আর্জেন্টিনার শিক্ষামন্ত্রী জেমি পারজাইক আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এ খবর।

সাধারণত আর্জেন্টিনা জাতীয় দলের খেলা থাকলে শিক্ষার্থীরা এমনিতেই স্কুলে যায় না। অনেক স্কুল আবার সাধারণ ছুটি দিয়ে থাকে। এবার কাতার বিশ্বকাপে সেসবের কিছুই প্রয়োজন পড়বে না। আর্জেন্টিনার সব সরকারি স্কুলে সরাসরি দেখানো হবে লিওনেল মেসিদের খেলা।

আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপের খেলা। আসরের দ্বিতীয় দিন আর্জেন্টাইন সময় সকাল ৭টায় সৌদি আরবের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। পরে ৩০ নভেম্বর পোল্যান্ড ও ৬ ডিসেম্বর তারা খেলবে মেক্সিকোর বিপক্ষে। এ দুইটি ম্যাচ হবে আর্জেন্টাইন সময় বিকেল ৪টায়।

এ সম্পর্কিত আরও পড়ুন