ফুটবল

ম্যাচ হেরে রেফারিকে দোষ দিলেন জাভি

৮৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের এই গোলটার পর স্তব্ধ হয়ে যায় বার্সেলোনার মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস। যেন রাজ্যের অন্ধকার নেমে এসেছিলো বার্সেলোনা সমর্থকদের মুখে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নাও শুরু করেন অনেকে।

অথচ দুই লেগে মিলিয়ে ১৮০ মিনিটের খেলায় ১২০ মিনিট পর্যন্ত ভালো অবস্থানে ছিলো বার্সেলোনাই। কিন্তু শেষের ৬০ মিনিটে বদলে গেছে পুরো চিত্রনাট্য।

প্রথম লেগে ৩-২ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয় লেগের শুরুতেও এগিয়ে যায় বার্সেলোনা। প্রথম লেগে জোড়া গোল করা রাফিনিয়া ম্যাচের ১২ মিনিটে এগিয়ে নেন দলকে। এরপর ২৯ তম মিনিটে ব্রাডলি বারকোলাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রোনাল্‌দ আরাউহোকে। এই লাল কার্ডটিই মূলত বদলে দিয়েছে ম্যাচের গতিপথ। ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনা আর কুলাতে পারেনি ১১ জনের পিএসজির সাথে।

৪০ মিনিটে বার্সারই সাবেক ফরোয়ার্ড উসমান দেম্বেলে করেছিলেন শুরুটা। এরপর ভিতিনিয়া ও কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে বিদায় নিশ্চিত হয় বার্সেলোনার। নিজেদের মাঠে এমন হারের পর রেফারিকে দোষ দিচ্ছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। ‘

আমরা ক্ষুব্ধ। লাল কার্ডটাই ক্ষতি করেছে। ১১ বনাম ১১ অবস্থায় আমরা ভালোই সংগঠিত ছিলাম। এটাই পুরোপুরিভাবে সবকিছু বদলে দিয়েছে। আমার মতে, আরাউহোকে লাল কার্ড দেখানো বাড়াবাড়ি ছিল। রেফারিটা সত্যিই বাজে ছিল। আমি তাকে বলেছি, সে বিপর্যয় ডেকে এনেছে। সে লড়াইটাকে শেষ করে দিয়েছে। ’

ম্যাচে লাল কার্ড দেখেছিলেন কোচ জাভিও। রেফারিং নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠা জাভি চতুর্থ অফিশিয়ালের সামনেই একটি বিজ্ঞাপনী বোর্ডে লাথি মারায় রেফারি লাল কার্ড দেখান তাকে।

এদিকে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জেতার স্বপ্ন দেখছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্নের কথা জানিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।

 

এ সম্পর্কিত আরও পড়ুন