আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই!
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য সম্পূর্ণ আইপিএল খেলা হচ্ছে না মোস্তাফিজের। সব ঠিক থাকলে আগামী ২ মে আইপিএল ছেড়ে বাংলাদেশে আসার কথা তার।
আইপিএলের মতো বড় টুর্নামেন্ট না খেলিয়ে মোস্তাফিজকে দেশে আনার কারণ জানালেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। আজ (বুধবার) গণমাধ্যমে তিনি বলেন, আইপিএল থেকে তার শেখার কিছু নেই।
জালাল বলেন, 'মুস্তাফিজকে আমরা ১ তারিখ পর্যন্ত খেলতে দিচ্ছি। ২ তারিখ আসবে, ৩ তারিখ থেকে সে অ্যাভেইলেবল। মুস্তাফিজকে আইপিএল খেলে শেখার কিছু নেই। মুস্তাফিজের শেখার প্রসেস ওভার। বরং মুস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএলে অনেক খেলোয়াড় আছে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না।'
তিনি আরও বলেন, 'আমাদের চিন্তার বিষয় হলো মুস্তাফিজের ফিটনেস। তারা চাইবে তার থেকে ১০০% নেওয়ার জন্য। তার ফিটনেস নিয়ে তাদের মাথাব্যথা নেই, আমাদের আছে। আমরা মুস্তাফিজকে ফেরত আনার কারণ শুধু জিম্বাবুয়ে সিরিজকে খেলানো না, এখানে আনলে আমরা ওয়ার্কলোড দিয়েই ওকে প্ল্যান দেবো। কিন্তু আইপিএলে থাকলে সেই প্ল্যান হবে না।'