বাংলাদেশ

হাজারো প্রবাসী শ্রমিক-ওমরাহ যাত্রী আটকা পড়েছে শাহজালাল বিমানবন্দরে

রেকর্ড বৃষ্টিপাতের কারণে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)দুবাই ও শারজাহর আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এর ফলে ঢাকা থেকে এই দুই রুটের মোট নয়টি ফ্লাইট বাতিল হয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে আটকা পড়েছেন হাজার হাজার প্রবাসী শ্রমিক ও ওমরাহ যাত্রী।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৈরী আবহাওয়ার কারণে বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত শারজাহ ও আবুধাবি রুটে এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট, দুবাই রুটে এমিরেটস এয়ারলাইন্সের দুইটি ও ফ্লাই দুবাইয়ের দুইটি ফ্লাইট বাতিল হয়েছে।

এছাড়া, বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই ও শারজাহর পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইটি ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুইটি ফ্লাইট যাওয়ার কথা ছিল। উভয় এয়ারলাইন্সের ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরটি সারা বিশ্বের যাত্রীদের জন্য ব্যস্ততম এয়ার হাব হিসেবে পরিচিত। মঙ্গলবার (১৬ এপ্রিল) ভারী বৃষ্টিপাতের ফলে এই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বিপজ্জনক হওয়ার কারণে অসংখ্য আগত ফ্লাইট সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর বলে পরিচিত দুবাইয়ে মঙ্গলবার থেকেই ফ্লাইট চলাচল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। মূলত ঝোড়ো বাতাসের কারণে বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠা-নামায় বিঘ্ন ঘটে। এ অবস্থায় একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট হয় বাতিল, নয়তো তার শিডিউল পরিবর্তন করতে বাধ্য হয় বিদেশি এয়ারলাইন্সগুলো।

সংবাদমাধ্যম বলছে, সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দুবাইয়ে এমিরেটসের ফ্লাইট-সূচিতে। দুবাই থেকে বিশ্বের প্রায় সব বড় শহরেই ফ্লাইট রয়েছে সংস্থাটির। এছাড়া, কাতার এয়ারওয়েজের ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন