দেশের অর্থনীতি ভেঙে পড়েছে : নাহিদ
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল জাতির সঙ্গে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না। লুটপাট ও অর্থ পাচারের পরিকল্পনা করছে তারা। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্থনীতি চাঙা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। তার আগে দুর্বৃত্তদের রাজনীতি ধ্বংস করতে হবে। চাঁদাবাজির রাজনীতির কাছে সব সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী-২ আসনের ঘোড়াশালে এনসিপি ও ১০ দলীয় জোটের নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, ‘এক স্বৈরাচারকে হটিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না।’
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন, ‘একটি রাজনৈতিক দল নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে সহিংস রূপ ধারণ করেছে। হত্যা, চাঁদাবাজিসহ গত ১৭ বছরে আওয়ামী লীগ যে ধরনের শাসন ও দমন–পীড়নের অভিজ্ঞতা দিয়েছে, বিগত ১৭ মাসে তারাও একই অভিজ্ঞতা দিতে শুরু করেছে।’
তিনি বলেন, আওয়ামী লীগকে তাদের অপকর্মের কারণেই বিদায় ছাত্র-জনতা বিদায় করেছে। নির্বাচনকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানের সব শক্তি একত্রিত হয়েছে। যারা আবারও আওয়ামী লীগের মতো আচরণ করতে চায় এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নেয়, তাদের ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে প্রত্যাখ্যান করা হবে।
এনসিপি নরসিংদী জেলা শাখার আহ্বায়ক এবং নরসিংদী-২ (পলাশ) আসনে এনসিপির প্রার্থী সারোয়ার তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় এনসিপি ও ১০ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য দেন।
আই/এ